Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী ফয়সল চৌধুরীর পথসভা পুলিশী লাঠিচার্জে পন্ড

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ৮:১২ পিএম

সিলেট গোলাপগঞ্জে ঐক্যফ্রন্ট মনোনিত বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর পূর্ব নির্ধারিত পথসভা পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে। বুধবার বিকালের গোলাপগঞ্জ চৌমুহনীতে বিকাল ৪টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা পথ সভায় অংশ নিতে ঢাকাদক্ষিণ রোডে সোমা এক্সরের সম্মুখে ও নূর ম্যানশনের সম্মুখে এসে জড়ো হতে থাকেন। এসময় যৌথ বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী শ্লোগান দিয়ে পথসভায় আসতে চাইলে পুলিশ লাঠি চার্জ করে পথসভা পন্ড করে দেয়। এসময় চৌমুহনী ও আশপাশ এলাকা থেকে পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৯জন নেতাকর্মীকে গ্রেফতার করে। তবে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ১৮জনকে আটক করার কথা নিশ্চিত করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় পর্যন্ত গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ টহল দিতে দেখা যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সাজোঁয়া যানের উপস্থিতি লক্ষ্য করা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ