Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলগাজীতে নৌকার সমর্থনে মহাজোটের নির্বাচনী জনসভা

ছাগলনাইয়া থেকে | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ৬:৫৬ পিএম

ফুলগাজীতে মহাজোট মনোনীত প্রার্থী শিরীন আখতার এমপি’র নৌকার সমর্থনে নির্বাচনী জনসভা গতকাল বুধবার বিকেলে ফুলগাজীর পুরাতন সড়কে অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জাসদ সাধারন সম্পাদক শিরীন আখতার এমপি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম।জনসভায় সভাপত্ত্বি করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল। ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আক্রামুজ্জমান, খায়রুল বাশার মজুমদার তপন, ফেনী জজ কোটের জিপি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি ও মানুষের শান্তি দিয়েছে শেখ হাসিনা। তাই তাকে আবারো ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, ফেনী -১ আসনে শিরীন আখতারের নৌকা প্রতীক হলো বঙ্গবন্ধুর, মাননীয় প্রধানমন্ত্রীর ও এ দেশের গণমানুষের। তাই শিরীন আখতারকে বিজয়ী করে শেখ হাসিনাকে নৌকা উপহার দিতে চাই। নৌকার বিজয়ে প্রত্যাশা ব্যাক্ত করে তিনি বলেন, শিরীন আখতারকে বিজয়ী করেই আমরা ঘরে ফিরব। এটিতে বিজয়ী হতে পারলে ফেনীবাসীর জন্য পুরস্কার রয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে ফেনী-১ আসনে মহাজোট প্রার্থী শিরীন আখতার বলেন, আওয়ামীলীগ বিজয়ী হলে বাংলাদেশ হবে সন্ত্রাস ও জ্িঙ্গবাদ নিমূল হবে। দেশ উন্নয়ণ ও উৎসবে মেতে উঠবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ