Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারা ক্ষমতায় গেলে দেশকে জঙ্গী,সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে -এমপি বজলুল হক হারুন

রাজাপুর ঝালকাঠি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ৬:৩৯ পিএম | আপডেট : ৬:৫১ পিএম, ২৬ ডিসেম্বর, ২০১৮
ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -১ ( রাজাপুর - কাঠালিয়া)আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ( মহাজোট প্রার্থী)  বজলুল হক হারুন- এমপি বলেছেন-- ঐক্যফ্রন্ট দেশ ও জাতীর শত্রু,তারা ক্ষমতায় দেশ ও জাতীয় ধংব্স হয়ে যাবে, তারা ক্ষমতায় গেলে  দেশকে জঙ্গী,সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে,এরা ক্ষমতায় থেকে নিরিহ মানুষের উপর যে অন্যায় অত্যাচার করেছেন তার জবাব এখন জনগন দিচ্ছে, কারন জনগনের ভয়ে আপনারা এখন ঘর থেকে রাস্তায় ও বেড় হতে ভয় পারছেন না, তিনি আরো বলেন, আমুয়া খালের সেতু আমি জাতীয়  সংসদে ১৮বার উপস্থাপন করে সেতুটি করতে সক্ষম হয়েছে, আবার সরকার গঠন করলে বেতাগী-কচুয়া বিষখালী নদীতে ব্রীজ নির্মান করা হবে, এ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়,দেশ ও জাতীর উন্নয়ন হয় । ১০টি বছর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মানের আসনে প্রতিস্ঠিত করেছেন, তিনি আরো  বলেন বিএনপি আপনারা এত বড় একটা দল এখন ড. কামালের কাধে ভর দিয়ে চলছে, যাকে তিন জনে ধরে ধার করাতে হয় নইলে পড়ে যায়, কারন তার তো অনেক বয়স হইছে। তিনি ২৬ ডিসেম্বর বুধবার বিকেল ৩.০০ টায় আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।এর আগে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার,ঝালকাঠি জেলা জাতীয় পার্টির জেপি সভাপতি এ্যাড,এনামুল ইসলাম রুবেল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ- সভাপতি কেশোয়ারা সুলতানা সালমা,  আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লার সভাপতিত্বে ও বাবু অমলেন্দু মজুমদারের  সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহমুদ হোসেন রিপন, সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতা কর্মী সমর্থক পথ সভায় যোগদান করেন।


 

Show all comments
  • Nannu chowhan ২৬ ডিসেম্বর, ২০১৮, ৭:০২ পিএম says : 0
    Tara jongi banabe bolte bolte apnarato nijerai Shontrashi bone gelen ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ