Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রেখেছে, আমাকেও পরিত্যক্ত কারাগারের মাঠে জনসভার করার অনুমতি দিয়েছে -কাদের সিদ্দিকী

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ৬:৩৬ পিএম

কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, পাকিস্তানের মুসলিগ আ.লীগের চেয়ে বেশী শক্তিশালী ছিল,এখন তাদের কোন অস্তিত্ব নেই,আ.লীগেরও কোন অস্তিত্ব থাকবে না। আ.লীগ সরকার তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রেখেছে, আমাকেও উপজেলা মাঠ,ডাকবাংলো মাঠ না দিয়ে পরিত্যক্ত কারাগারের মাঠে জনসভা করার অনুমতি দিয়েছে। মানুষকে এতো অসম্মান করা ভালো না। তিনি বলেন,পুলিশ মুক্তিযুদ্ধের সময় যে অবদান রেখেছিল নির্বাচনকে সামনে রেখে পুলিশের আচরনে তা ম্লান হয়ে গেছে। তিনি বলেন,২০১৮সালের ৩০ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে,এ নির্বাচনে আ.লীগের যে ক্ষতি হয়েছে বিগত ৫০বছরেও এতো ক্ষতি হয়নি। তিনি বলেন, ৩০ডিসেম্বর এ সরকারের আখেরী দিন,ভোট চুরি করা যায় কিন্তু ভোটের বন্যার ভোট চুরি করা সম্ভব না। ভোটের যে জুয়ার সৃস্টি হয়েছে ৮শ/৮হাজার লোক গ্রেফতার করেও এ জুয়ার ঠেকানো যাবে না। আগামী ৩০ডিসেম্বর জনগনকে মুক্ত করে জনগনের মালিকানা ফিরিয়ে দেবো। আগে চোরেরা চুরি করতো এখন পুলিশ চুরি করে। তিনি বলেন,ড.কামাল হোসেন একজন জাতীয় নেতা বলেই পুলিশের উর্ধ্বতন অফিসারগন তাকে নিরাপত্তা দেওয়ার কথা বললে তিনি জনগনকে নিরাপত্তা দিতে বলেন। তিনি বলেন,জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের জুয়ার দেখে হাসিনা পাগল হয়ে গেছে,তাই হামলা-মামলা অব্যাহত রেখেছে। গতকাল বুধবার বিকালে টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) আসনে সখিপুর জেলখানা মোড় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী কাদের সিদ্দিকীর মেয়ে ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য ৩০ডিসেম্বর উপস্থিত জনতার নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করেন। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ যুগ্ম সম্পাদক দুলাল হোসেন মাস্টারের সভাপতিত্বে উক্ত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সম্পাদক নাসির উদ্দিন,পৌর বিএনপি সম্পাদক মীর আবুল হাশেম আজাদ,কেন্দ্রীয় যুব আন্দোলন আহবায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ। জনসভার পূর্বে ও পরে সৌখিন মোড় এবং আদর্শ শিশু কানন স্কুলের সামনে পুলিশ কমপক্ষে ৫০জনকে আটক করেছে বলে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সহ-সভাপতি আব্দুস সবুর জানান।



 

Show all comments
  • আউয়াল সরকার ২৭ ডিসেম্বর, ২০১৮, ২:৫৯ পিএম says : 0
    Good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ