বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বোরহানউদ্দিন উপজেলা অা'লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে গতকাল বিকাল ৫ টায় বোরহানউদ্দিন কলেজ চত্তরে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিজ্যমন্ত্রী অালহাজ্ব তোফায়েল অাহমেদ এমপি। বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল একটি তিনি পুরন করে গেছেন বাকিটা পুরন করছেন মানবতার মা উন্নয়নের প্রতিক, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমস্ত্রী শেখ হাসিনা। অামিও এ অাসনের এমপি ছিলাম কিন্তু কোনদিন কারো উপর অত্যাচার নির্যাতন করি নাই। অার হাফিজ ইব্রাহীমরা ক্ষমতায় থেকে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে।যার কারনে অাজ ঘড় থেকে বের হতে পারছে না। তিনি বলেন গতকাল হাফিজ ইব্রাহীম অামাকে ফোন করে বলেছিল অামরা বাসা থেকে বের হতে পারছিনা বাসায় বাজার পর্যন্ত করতে পারি না।অামি উত্তরে বলেছিলাম তোমারা ২০০১ সালে যে নির্যাতন অত্যাচার করেছ তারা অাজ তোমাদের প্রতিহত করছে। অামরা কি করব। অামরা ক্ষমতায় থাকলে দেশের মঙ্গল হয়।অামরা রাজনীতি করি মানুষের মঙ্গলের জন্য।অার বিএনপি রাজনীতি করে অত্যাচার নির্যাতন করার জন্য।হাফিজ ইব্রাহীম কায়োবাদকে হত্যা করে অামাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে।তারা স্বাধীনতা বিরোধীদের গাড়িতে দিয়েছে পতাকা অার অামাদের হাতে পরিয়েছে হাতকড়া। অামরা গ্রামকে শহরে রুপান্তর করেছি অাগামীতে অারো উন্নয়ন করব। ড. কামাল স্বাধীনতা বিরোধী খুনিদের সাথে হাত মিলিয়ে এখন পাগল হয়ে গিয়েছেন। অামারা যে উন্নয়ন করেছি অাগামী নির্বাচনে দুই তৃতীয়াংশ অাসন পেয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করব শেখ হাসিনা হবেন প্রধানমন্ত্রী। বিজয় অামাদের সুনিশ্চিত।বিএনপির পরাজয় কেউ ঠেকাতে পারবে না।তারা ঘড়ে ডুকে গেছে অার ঘড় থেকে বের হতে পারবেনা। অাগামী ৩০ তারিখের নির্বাচনে বিজয়ী হলে ভোলা হবে সিঙ্গাপুর। ভোলা জেলা হবে বাংলাদেশের একটি শ্রেস্ট জেলা। ভোলা - বরিশাল ব্রীজ নির্মানোর ফলে ভোলা বাংলাদেশর মূল ভুখন্ডের সাথে জড়িত হবে।তাই ভোলার উন্নয়নে ৩০ তারিখে ভোলা - ২ অাসনে অালী অাযম মুকুলকে নৌকা মার্কায় ভোট দেয়ার অাহব্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা - ২ অাসনের সংসদ সদস্য ও অাওয়ামী লীগ মনোনীত প্রার্থী অালহাজ্ব অালী অাযম মুকুল। তিনি বলেন অাগামী ৩০ তারিখে অামাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অাহব্বান জানান। বক্তব্য রাখেন সাবেক উপজেলা অা'লীগ সভাপতি অাবুল কালাম, বানিজ্যমন্ত্রীর মেয়ে ডা. তাসলিমা অাহমেদ মুন্নি,জামাতা ডা. তৌহিদুর রহমান তুহিন,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা অা'লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার,উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ও অা'লীগ সাংগঠনিক সম্পাদক রাসেলুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন কুতবা ইউপি চেয়াম্যান নাজমুল অাহসান জোবায়েদ মিয়া, সাচরা চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা, কাচিয়া চেয়ারম্যান অাব্দুর রব কাজি, বিশিস্ট অা'লীগ নেতা অালহাজ্ব সাইফুদ্দিন সবুজ তালুকদার টগবী ইউনিয়ন যুবলীগ সভাপতি ফয়েজ অাহমেদ প্রমুখ।। পথ সভায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।