বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ ‘লাগাতার সন্ত্রাস, দুর্নীতিতে সাধারণ মানুষের জীবনযাপন হুমকির মুখে আছে। তাই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হাতপাখায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন। বুধবার বেলা ১১টায় সিলেট নগরীর জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকায় সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর হাতপাখার সমর্থনে গণসংযোগকালে এ আহবান জানান তিনি ।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী আন্দোলন সিলেট জেলার সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির অর্থ সমন্বয়কারী আব্দুল ওয়াহিদ, কোতোয়ালী থানা সভাপতি মো. আনোয়ার হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো. শিহাব উদ্দিন, জেলার সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, মহানগর প্রশিক্ষন সম্পাদক মো. মুহিবুর রহমান রনি, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত সহ ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।