Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগর সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে হামলা ও কালোটাকার অভিযোগ মহাজোট প্রার্থী সংগ্রামের

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ৩:১৯ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে মহাজোট প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বিএনপি প্রার্থী এস এ কে একরামুজ্জামান ও তাঁর সন্ত্রাসী বাহিনী উল্লেখ করে নানান অভিযোগ এনে বলেন প্রতিনিয়ত নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত আচরণবিধি লঙ্ঘন করে আসছে, সরকারি জায়গা ব্যবহার করে নির্বাচনী প্রচারনা করছেন। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নের আমার কর্মী সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের উপর হামলা করেছে। এমনকি ভোটের প্রচারণার নামে প্রচুর সংখ্যক বহিরাগত লোক নিয়ে এসেছে যা সাধারণ ভোটারদের মনে ভীতি ও আতঙ্ক জন্ম দিচ্ছে। বিগত উপনির্বাচনে তিনি লাঙ্গল প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচুর কালো টাকা মাঠে বিলিয়ে ঘোলা পানিতে মাছ ধরতে চেয়েছিলেন কিন্তু তা সম্ভব হয়নি। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের নৌকার পক্ষে উন্নয়নের জোয়ারকে বাধাগ্রস্ত করে জনসমর্থনকে বানচাল করতে কালোটাকা ছড়াচ্ছে এবং রক্তের বন্যা বইয়ে যাবে বলে হুমকি দিচ্ছে । তিনি লিখিত বক্তব্যে আরও বলেন নাসিরনরের আওয়ামীলীগ সব সময়ই সুসংগঠিত ছিল এবং নাসিরনগরের মাটি ও মানুষ নৌকাকে বার বার বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছে। আমাদের গণজোয়ার ও নিশ্চিত বিজয় জেনে ভীত সন্ত্রস্ত হয়ে বিগত ৩০ অক্টোবরের মতো নারকীয় ঘটনার জন্ম দিতে চাচ্ছে। এতোকিছুর পরও আমরা আওয়ামীলীগ নেতা কর্মীরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন করছি। বুধবার সাড়ে ১২ টায় নাসিরনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বাবু অঞ্জন কুমার দেব সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা স্থানিয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অসংখ্য সাংবাদিকবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ