Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

শিবগঞ্জে ৫৪ কেন্দ্রে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের আশঙ্কা বিএনপি প্রার্থীর

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ৩:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ৫৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিএনপি। এসব কেন্দ্রে ভোট জালিয়াতিসহ কেন্দ্র দখলের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ধানের শীষ প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, শিবগঞ্জ উপজেলার ১৫৮ কেন্দ্রের মধ্যে ৫৪টি কেন্দ্রে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের নীলনকশা একে রেখেছে আওয়াম লীগ। এরমধ্যে মনাকষা, বিনোদপুর ও দূলর্ভপুর ইউনিয়নের ২১টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়াও এই তিন ইউনিয়নের কেন্দ্রগুলোর ব্যালট বাক্স ছিনতাই করা হবে এবং নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার করা হবে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন- ভোটের মাঠে বিএনপির নেতাকর্মীরা নির্বিঘেœ কাজ করতে পারেননি। গেল সাতদিনে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প নিজেরাই ভাঙচুর করে পববর্তীতে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা দায়ের করে হয়রানি করে আসছে। তাদের উপর হামলা-মামলাসহ নানানভাবে নির্যাতনও করা হয়েছে। এছাড়াও গেল পাঁচদিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ জন বিএনপির নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে- উপস্থিত ছিলেন বিএনপির জেলা সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, শিবগঞ্জ উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদসহ অন্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ