Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নির্বাচন উপলক্ষে বাগেরহাট জেলা সমন্বয় কমিটির সভা

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ২:৪৪ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাগেরহাট জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. মোঃ শামসুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদসহ র‌্যাব, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
সমন্বয় কমিটির সভায় উপস্থিত কর্মকর্তারা অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আন্তরিক হয়ে কাজ করার কথা বলেন।
রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য আমাদের সব ধরণের ব্যবস্থা রয়েছে। জেলা সমন্বয় কমিটির সকল সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ