বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা আব্দুল আলীমসহ ১০০ জন নেতাকর্মীকে আটক করলেও পরে আব্দুল আলীমকে ছেড়ে দিয়েছে পুলিশ।
আটক অপর ৯৯জনকে মঙ্গলবার রাতে ৫৪ ধারায় বাগেরহাট কোর্টে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে থানা পুলিশ আব্দুল আলীমকে তার স্ত্রী ও বড় ভাইয়ের জিম্মায় ছেড়ে দেয়।
আটক ৯৯ জনের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বিএনপি নেতা মারুফ বিল্লাহসহ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন।
এ সম্পর্কে মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল আজ বুধবার বলেন, ৯৯জন নেতাকর্মী আটক আছেন। তাদেরকে আপাতত ৫৪ ধারায় কোর্টে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।