Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অনুকূল পরিবেশ বিরাজ করছে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানীতে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। রাজধানীতে সব প্রার্থী উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে চাপে রাখার কৌশল হিসেবেই কোনো না কোনো দল বা প্রার্থী নির্বাচনী কাজে বাধা দেয়ার অভিযোগ করছেন। গতকাল মঙ্গলবার দুপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে রাজধানীর বনানীর ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, এটা হচ্ছে তাদের রাজনৈতিক কৌশল। তবে জেনুইন ২-৪টা অভিযোগ রয়েছে। সেগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি। রাজনীতিবিদরা অভিযোগ করতে পারেন, সে ব্যাপারে আমরা বিতর্ক করব না। কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা দেশের সংবিধান ও আইনের আলোকে কাজ করে থাকি। অনেকের অনেক ধরণের অভিযোগ থাকতে পারে। তবে আমি মনে করি এটি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীকে চাপে রাখার একটি কৌশল।
সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব রটানো হচ্ছে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, বিভিন্ন ওয়েবসাইট, ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে আমাদের সার্ভিস বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থার মধ্যেও বিভেদ তৈরির জন্য অনেক মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এমনকি সেনাবাহিনীর নামেও ফেক ফেসবুক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যা অত্যন্ত আতঙ্কের বিষয়। নির্বাচনে ভোট চাওয়ায় কোনো প্রতিবন্ধকতা নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, একটি নির্বাচনকে শান্তিপূর্ণ করতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, পেশিশক্তি যারা প্রয়োগ করতে পারে, দখলবাজ, চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা নির্বাচন কমিশন ও প্রশাসনের দায়িত্ব। আমরা সেই কাজটিই করে যাচ্ছি। কোনোভাবে ভোট কেন্দ্রে বা ভোটগ্রহণের আগে ও পরে যেন কেউ জনগণের নিরাপত্তা বিঘ্ন করতে না পারে সেজন্য আমরা সতর্ক আছি।



 

Show all comments
  • Md ২৬ ডিসেম্বর, ২০১৮, ১:৩৬ এএম says : 0
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ