Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম


কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী প্রিন্সিপাল ডা: আক্কাছ আলী সরকার এমপি আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রিন্সিপাল এম এ মতিন এর উলিপুর পৌরসভার জোদ্দারপাড়াস্থ বাসভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত জোট নির্বাচনে সহিংসতা করার পরিকল্পনা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কুড়িগ্রাম-৩ আসনে মহাজোটের একক প্রার্থী এখন থেকে প্রিন্সিপাল এম এ মতিন।
এ সময় জাতীয় পার্টির প্রার্থী ডা: আক্কাছ আলী সরকার এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে আমি প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ