বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা উপজেলায় মহাজোট প্রার্থীর পক্ষে ও ঐক্যফণ্ট পক্ষ একই স্থানে একই সময়ে নির্বাচনী সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। গতকাল মঙ্গলবার দুপুর২ টার দিকে১৪৪ ধারা জারির বিষয়ে এলাকায় মাইকিং করেছে পুলিশ।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এজাজুল ইসলাম জানান, মঙ্গলবার উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোট প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে নেতাকমীরা নির্বাচনী সমাবেশের ডাক দেন। অপর দিকে ঐক্যফ্রন্ট প্রার্থী নজির হোসেনের কমীরাও একই স্থানে একই সময়ে সমাবেশের ডাক দেয়ায় প্রশাসন ১৪৪ ধারা জরির করে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ১৪৪ ধারা জরির বিষয়টিনিশ্চত করে জানান, রাত ১২ টা পর্যন্ত উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে ও তার আশেপাশে ১৪৪ ধারা বলবৎ থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।