Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট-৫ আসনে বিএনপি-কর্মী সমর্থকদের হামলায় ম্যাজিস্ট্রেট সহ আহত ৪

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১০:২৫ পিএম

সিলেটে-৬ আসনের গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হেতিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের হামলায় আহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠেছে। বিএনপি নেতারা বলছেন, শান্তিপূর্ণ পথসভায় পুলিশ বাধা দিলে ধাওয়া দেন নেতাকর্মীরা ।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর পথ সভা চলছিল। ওই এলাকায় পুলিশ নিয়ে টহলে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জী। সভার কারণে বাজারের সড়ক বন্ধ হওয়ার উপক্রম দেখে ম্যাজিস্ট্রেট সুমন্ত সড়ক থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেন। তখন পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একটি ইটের আঘাতে সুমন্ত ব্যানার্জীর মাথা ফেটে যায়, তিন পুলিশ সদস্যও সামান্য আহত হন।
এসময় সুমন্ত ব্যানার্জী পার্শ্ববর্তী একটি দোকানে এবং সাথে থাকা তিন পুলিশ সদস্য আরেকটি দোকানে অবস্থান নেন। ওই দোকান দুটিতেও বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়েন বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, সুমন্ত ব্যানার্জী বর্তমানে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।’
পৌর বিএনপির সাবেক সভাপতি ছালিক আহমদ চৌধুরী বলেন, ‘পুলিশ বিনা উসকানিতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বাধা প্রদান করলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ধাওয়া করেন।’
এদিকে ‘দোকানপাটে ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের’ অনতিবিলম্বে গ্রেফতার ও সরকারি কাজে থাকা কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ