বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, আমার মনে করে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। সরকার ও নির্বাচন কমিশন- নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে ঐক্যফ্রন্টের অভিযোগের প্রেক্ষিতে একথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর টিকাটুলিতে ইভিএম পরিচালনা কার্যক্রম পরিদর্শনকালে সিইসি বলেন, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম অনেক সহজ হবে। এর আগে দুপুর বারোটায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেন নির্বাচন কমিশনের সাথে। দেড় ঘন্টার বেশি সময় বেশি বৈঠকের পর তা অসমাপ্ত রেখেই বেরিয়ে আসেন ঐক্যফ্রন্টের নেতার। পরে সংবাদ ব্রিফ্রিং করে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকার ও ইসি এখন একজোট। সেনা বাহিনী মোতায়েন করা হলেও তাদেরকে মাঠে নামানো হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তবে ফাঁকা মাঠে কাউকে গোল দিতে দেয়া হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি মনে করে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এর আগে রাজধানীর টিকাটুলিতে একটি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়ার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ জানান সিইসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।