Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরের বীরগঞ্জে নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও মাইক্রোবাস ভাংচুর, আটক-২

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ৯:০৬ পিএম

দিনাজপুর অফিস দিনাজপুরের বীরগঞ্জে নৌকা প্রতীকের সমর্থকদের সাথে ধানের শীষ প্রতীকের (জামায়াতের প্রার্থী) সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়েছে। এই ঘটনায় জামায়াত-শিবিরের ২ জনকে আটক করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। এই ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ হানিফ। আর  জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে আওয়ামীলীগের মঞ্চ ভাংচুর করেছে ও কয়েকজনকে মারধর করেছে মর্মে মামলা দায়ের করার কথা জানিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর-১ আসনের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ সাত খামার উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের পথসভার জন্য মঞ্চ তৈরির কাজ চলছিল। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ওই জনসভা মঞ্চের পার্শ্বে নৌকা প্রতীকের সমর্থক ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় ও একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়। পরে সেখান থেকে জামায়াত-শিবিরের ২ জনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়। ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ ও বিজিবি গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় উভয়পক্ষের সমর্থকরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ