Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপুর পক্ষে গণজোয়ার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ৯:০৪ পিএম

শরীয়তপুর-১ আসনে (পালং-জাজিরা) আসনে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে তরুণ, ত্যাগী নেতা আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন অপুর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর প্রচার প্রচারণায় যেখানে গণজোয়ার, সেখানে বিএনপি প্রার্থী কালু সরদারের নেই কোনো সক্রিয় ভূমিকা।

আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের নিয়ে দলীয় মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু গ্রাম থেকে গ্রামান্তরে রাত দিন নির্বাচনী প্রচারণা করে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন । নৌকা মার্কা নিয়ে জেলার বিভিন্ন এলাকা, গ্রাম, ইউনিয়ন, উপজেলায় তার নির্বাচনী প্রচারণা চালিয়ে ব্যস্ত সময় পার করছেন।

নির্বাচনী প্রচারণায় অপুর পক্ষে ব্যাপক ভূমিকা রাখছেন জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার। তার তত্ত্বাবধানে জাজিরার প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারণা চালানো সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে এমনটাই জানিয়েছেন ভোটাররা।

এলাকার সাধারণ ভোটারদের মতে, এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপুকে পেয়ে আনন্দিত পালং ও জাজিরার সর্বসাধারণ মানুষ। শরীয়তপুর আওয়ামী লীগের দুর্গ; এখানে ইকবাল হোসেন অপু সহজেই পাশ করবে।

এ বিষয়ে ইকবাল হোসেন অপু বলেন, আজীবন মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, এখনও আছি। একজন তরুণ প্রার্থী হিসেবে ভোটারদের দাড়ে দাড়ে ঘুরে বেড়াচ্ছি। সাধারণ মানুষদের অভূতপূর্ব সাড়া ও ভালবাসায় অভিভূত আমি। আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পাশ করবেন বলে আশাবাদী তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ