Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৌতূহল কাটেনি ইভিএম নিয়ে

সাতক্ষীরা-২

সাতক্ষীরা থেকে আবদুল ওয়াজেদ কচি | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ইভিএম। সাতক্ষীরা-২ আসনে প্রথমবারের মতো ভোট গ্রহণে ব্যবহৃত হবে এই মেশিন। এ নিয়ে তরুণ ভোটাররা উচ্ছ¡সি হলেও জ্যেষ্ঠ ভোটাররা রয়েছেন কিছুটা সংশয়ে। যা নিয়ে রীতিমতো ঝড় উঠছে সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের চায়ের দোকানগুলোতে।
শুধু কি ইভিএম! সাতক্ষীরা-২ আসনের মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মাতলুব হোসেন লিয়ন ও ধানের শীষের প্রার্থী কারাগারে থাকা জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকও নেই আলোচনার বাইরে। আলোচনা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি রবিউল ইসলাম, বাসদের নিত্যানন্দ সরকার ও এনপিপির জুলফিকার রহমানকে নিয়েও।
কোন প্রার্থীর কি যোগ্যতা, তাদের সামাজিক অবস্থান, কে কোথায় থাকেন, কে কোন দলের প্রার্থী, কে মুক্তিযুদ্ধের স্বপক্ষের, কে স্বাধীনতাবিরোধী দলের প্রার্থী, কে সমাজের জন্য কতটুকু অবদান রেখেছেন বা রাখতে পারবেন তা নিয়ে চায়ের দোকানগুলোতে চুমুকে চুমুকে চললে আলোচনা।
সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের চায়ের দোকানগুলোর আলোচনা থেকে উঠে আসা সাধারণ মানুষের মন্তব্য ও নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, সাতক্ষীরা-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ছয় প্রার্থীর মধ্যে প্রচারণায় এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি র্বুমানেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই বিগণ সময়ে নির্বাচনী এলাকায় কৃত উন্নয়নমূলক কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোট চাইতে। প্রতিশ্রুতি দিচ্ছেন আগামীতে নির্বাচিত হলে জনগণের জন্য আরো কি করবেন তা নিয়ে।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ২০ দলীয় জোটের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক ৩৮ মামলা ঘাড়ে নিয়ে রয়েছেন কারাগারে। বিভিন্ন পত্রিকায় তার বিজ্ঞাপন শোভা পেলেও ২০১৩-১৪ সালের সহিংসুার কথা ভোলেনি সাতক্ষীরাবাসী। চায়ের দোকানগুলোতে মানুষের কথা কথায় উঠে আসছে সেই ভয়াবহতার কথা। এক প্রকার তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়নও সাধ্যমু গণসংযোগ করছেন। তবে, সাধারণ ভোটারদের মধ্যে পরিচিতি না থাকায় বেশি সুবিধা করতে পারছেন না তিনি।

পথসভা, পোস্টারিং ও মাইকিংয়ের মাধ্যমে গণসংযোগ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি রবিউল ইসলাম। সাধারণ মানুষ বলছেন কোন বাধাবিঘ্ন ছাড়াই তিনি বেশ স্বাচ্ছন্দ্যে প্রচারণা চালাচ্ছেন।
এছাড়া বাসদের মই প্রতীকের প্রার্থী নিত্যানন্দ সরকার ও এনপিপির আম প্রতীকের প্রার্থী জুলফিকার রহমানের প্রচার না থাকায় তাদের নিয়ে হাস্যরস করছেন অনেকেই।

অন্যদিকে, সাতক্ষীরা-২ আসনে ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে তরুণ ভোটাররা উচ্ছ¡সিু হলেও সংশয়ে রয়েছেন জ্যেষ্ঠ নাগরিকরা। সেক্ষেত্রে খুব কম ভোট কাস্ট হতে পারে বলে মনে করছেন অনেকেই। এ নিয়েও ঝড় উঠছে চায়ের কাপে। কেউ বলছেন খুব ভাল হবে, কেউ পাচ্ছেন ভয়। আবার অনেকেই এটিএম বুথ ব্যবহারে অভ্যস্ত বলে ইভিএমকে দেখছেন সহজ করে।
এ বিষয়ে নতুন ভোটার সাবরিনা আফরিন জানান, যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করি সব কিছু আধুনিক হওয়াটা স্বাভাবিক। আমার মনে হয়, যারা নতুন ভোটার তারা সাতক্ষীরায় ইভিএম এর ব্যবহারকে ইতিবাচকভাবে নেবেন। এবারই আমি প্রথম ভোট দেবো। এটা আমার জন্য আনন্দের। আমি মনে করি এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে।
রাসেল মাহমুদ সোহাগ জানান, ইভিএম হলো যুগের চাহিদা। সব কিছু যদি ডিজিটাল হয় তাহলে ভোট কেন এনালগ পদ্ধতিতে দেবো? এটা আমাদের কপাল সারা দেশে ৩০০ আসনের মধ্যে লটারিতে যে ছয়টি আসনের নাম এসেছে তার মধ্যে আমরা আছি। অনেকে মনে করেন ইভিএম নামে কারচুপি হবে- এটা ভুল ধারণা।

তবে, তরুণ ভোটারসহ সমাজের অগ্রসর শ্রেণির মানুষ ইভিএম’র ব্যবহারকে স্বাগণ জানালেও বিষয়টি নিয়ে সংশয়ে রয়েছে বয়োবৃদ্ধরা।
সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার যতিন মন্ডল জানান, ব্যালটে ভোট দিতে গিয়েই অনেক সময় ভুল হয়ে যায়- আর কি ম্যাশিনে যেন এবার ভোট দিতে হবে। তা কি আমাদের দ্বারা সম্ভব? প্রশ্ন করেন তিনি।
এদিকে, ২৪ ডিসেম্বর থেকে সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও সেনাবাহিনী মাঠে নেমেছে। যা নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করছে। সেনাবাহিনীকে স্বাগণ জানিয়ে সকলেই নির্বাচন কেন্দ্রিক অনিয়ন্ত্রিত আচরণ নিয়ন্ত্রণের মধ্যে এনে বিধি অনুযায়ী চলা শুরু করেছেন। সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে সর্বত্র।

সবমিলিয়ে সাতক্ষীরা-২ আসনে পথসভা, মাইকিং, গণসংযোগে জমে উঠেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ