রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আর মাত্র ৪দিন পরে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে অংশ নিতে নাটোর-১ আসনে থেকে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছে। শেষ সময় গতকাল মঙ্গলবার থেকে মাঠে নেমেছেন বিএনপির প্রার্থী। লালপুর-বাগাতিপাড়া দুইটি উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসন।
নির্বাচনে দলীয় প্রার্থীতা ঘোষণার পর থেকে আ.লীগের দলীয় সব বিরোধ মিটিয়ে তাদের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বর্তমান এমপি ও মনোনয়ন বঞ্চিতরা। আগে নীরব থাকলেও প্রতীক বরাদ্দের পর থেকে সকলেই বকুলের পক্ষে এক হয়ে কাজ শুরু করেছেন। এতে নির্বাচনী মাঠটি বর্তমানে আ.লীগ চষে বেড়াচ্ছে। সেই দিক থেকে ক্ষমতার বাইরে থাকা বিএনপি প্রতীক বরাদ্ধের পর থেকে ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মুনজুরুল ইসলাম বিমল নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় কোনরকম প্রচার প্রচারনা চলালেও মামলা-হামলা ভয়ে অনেকটাই আতঙ্কের ছিলো নেতাকর্মীরা। হঠাৎ হাইকোর্ট নির্দেশে গত ২০ তারিখে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী মুনজুরুল ইসলাম বিমলের প্রার্থীতা স্থগিত করে বিএনপির পূর্বের মনোনীত কামরুন্নাহার শিরীনকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার রায় প্রদান করেন। তার পর থেকে ৪দিন পর্যন্ত ধানের শীষের প্রচার ও গণসংযোগ সম্পূর্ণ বন্ধ থাকলেও গত ২৪ ডিসেম্বর হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বারজজ আদালত। এই রায়ের পর থেকে শেষে মুহুর্তে মাঠে নেমেছে বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী এলাকায় চলছে মাইকিং। এছাড়াও দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ধারেন শীষে ভোট চাচ্ছেন। সব মিলিয়ে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের সহধর্মিনী অধ্যক্ষ কামরুন্নাহার শিরীন কে পেয়ে তৃণমূল বিএনপিসহ তার ভোটাররা এখন উজ্জীবিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।