রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অবশেষে পুলিশি পাহারায় নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্তফুলী) আসনে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম। গণ সোমবার বিকেলে নির্বাচনী এলাকার শাহ্ মোহছেন আউলিয়ার (রহ.) মাজার জেয়ারতের মধ্যদিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রচারণায় নামেন। পরে উপজেলার বটতলী রুস্তমহাট বাজারসহ হাজীগাঁও, ঝিওরী ও সরকারহাট এলাকায় গণসংযোগ করে ধানের শীষে ভোট চান তিনি।
এ সময় নিজামকে একনজর দেখার জন্য হাজার হাজার সমর্থকসহ উৎসুক জনতা ভিড় জমান। প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীর নিজবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ১৪ ডিসেম্বর। ওই দিন প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে নেতাকর্মীদের ওপর হামলা-মামলার কারণে নিরাপত্তাহীনতায় তিনি আর মাঠে নামেননি। এ বিষয়ে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের প্রচারণায় বাধা আর নিরাপত্তাহীনতায় এণদিন মাঠে নামতে পারিনি। সেনাবাহিনী মাঠে নামার পর পরিবেশ অনুক‚লে থাকায় প্রচারণায় নেমেছি। গণকাল মঙ্গলবার থেকে নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণা শুরু। গণসংযোগ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহায়তা চাওয়া হলে প্রশাসন সহায়তা করছে। আপাতত কোনো সমস্যা নেই। তবে শঙ্কা তো থেকেই যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।