Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রচারণা চলছে ইসলামী আন্দোলনের

নরসিংদী থেকে সরকার আদম আলী | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

নরসিংদী জেলার ৫ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থীরা এখন জমজমাট নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাদের নির্বাচনের প্রধান বক্তব্য হচ্ছে আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি এ দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। উপরন্তু আ.লীগ মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। তারা বারবার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এবার উন্নয়নের কথা বলে মরণ কামড় দিয়েছে। যাদের রাজনীতিতে ধর্ম নেই তারা কখনই মানুষের কল্যাণ করতে পারবে না। ধর্মের নামে যারা বহুবার মানুষের সাথে প্রতারণা করেছে, তাদের কথায় কান দিবেন না। তারা ক্ষমতার জোরে মানুষের ওপর জুলুম নির্যাতন করছে প্রতিদিন। তাদেরকে ভোট দিবেন না। মানুষ নয় আল্লাহর আইনের মধ্যেই মানুষের শান্তি, নিরাপত্তা এবং মুক্তির পথ নিহিত রয়েছে। হাতপাখায় ভোট দিলে দেশে চুরি-ডাকাতি, রাহাজানি হবে না। গুম খুন হবে না। দুর্নীতির মূল উৎপাটিত হয়ে যাবে। এসব বক্তব্য নিয়ে নরসিংদী-২, সদর আসনে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মোঃ আশরাফ হোসেন ভূঁইয়া নরসিংদী-২, পলাশ আসনে মোহাম্মদ আরিফুল ইসলাম, নরসিংদী-৩, শিবপুর আসনে মো: ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, নরসিংদী ৪, মনোহরদী- বেলাব আসনে মোঃ মুজিবুর রহমান এবং নরসিংদী-৫, রায়পুরা আসনে আব্দুল মোমেন প্রায় প্রতিদিনই নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন। সাথে থাকছে ইসলামী আন্দোলনের শত শত নেতাকর্মী। সকাল থেকে রাত পর্যন্ত নিরলসভাবে ভোট চাইছেন মানুষের দ্বারে দ্বারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ