রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল)আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ডিসেম্বর নির্বাচনের দিন ভোটের লড়াইয়ে অবুীর্ন হচ্ছে ৫জন এমপি প্রার্থী। এরা হলেন-আ.লীগ মনোনীত প্রার্থী টাঙ্গাইল জেলা আ.লীগ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম এর কন্যা ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী (ধানের শীষ), জাতীয় পার্টি প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল লতিফ মিয়া (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) শফি সরকার (আম)। প্রার্থী ৫জন থাকলেও নির্বাচনী লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। নির্বাচনী প্রচার-প্রচারনা ও ভোট প্রার্থনায় এগিয়ে আছেন নৌকা প্রতীক। আর ধানের শীষ দুই উপজেলায় পথসভায় প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নৌকা প্রতীকের পক্ষে প্রার্থীর স্ত্রী কহিনুর, মেয়ে ডা.জাকিয়া ইসলাম জ্যোতি, ফাতেমা ইয়াসমিন রিতি এবং আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন সামাজিক, পেশাজীবী, শ্রমিক সংগঠন একাট্রা হয়ে নৌকায় ভোট প্রার্থনা করছেন, অপরদিকে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রার্থীর বাবা বঙ্গবীর কাদের সিদ্দিকী, মা নাসরিন সিদ্দিকী, বোন কুঁশি সিদ্দিকীসহ বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগসহ ঐক্যফ্রন্ট নেতা-কর্মীরা ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।