Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন ন্যানসি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

স¤প্রতি নতুন চারটি গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ন্যানসি। হাবিব ওয়াহিদ, কিশোর ও কাজল আরিফের সঙ্গে করা গানগুলো নির্বাচনের পরেই শ্রোতারা শুনতে পারবেন বলে জানিয়েছেন ন্যানসি। এদিকে বিগত কয়েক বছর ধরে শীতার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন তিনি। ময়মনসিংহে ‘হ্যাপি বন্ডিং’ নামে একটি ক্লাব রয়েছে তার। গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা ও চিকিৎসায় সহযোগিতা দেয়ার মতো নানারকম সামাজিক কার্যক্রমে সাহায্য করা হয় এ ক্লাব থেকে। এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চান ন্যানসি। তিনি মনে করেন, অন্যবারের তুলনায় এবার শীত একটু বেশি জেঁকে বসেছে। তাই শীতবস্ত্র বিতরণে দ্রæত পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তার এই শীতবস্ত্র বিতরণ থেমে আছে। তিনি বলেন, গত দুবছর ধরে আমি ময়মনসিংহে শীতবস্ত্র বিতরণ করে আসছি। এবার নির্বাচনের কারণে শীতবস্ত্র বিতরণের কাজটি থেমে আছে। এজন্য খারাপ লাগছে। তিনি জানান, এ কাজ একা করা সম্ভব না। শীতবস্ত্র বিতরণে আমার সঙ্গে যারা কাজ করেন, তারা এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। এবার ময়মনসিংহের প্রত্যন্ত গ্রামে গিয়ে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। তাই অপেক্ষায় আছি। তবে এর মধ্যে যে শীত পড়েছে, তাতে শীতবস্ত্রগুলো এখন ওদের খুব প্রয়োজন ছিল। আর্ত মানবতার সেবায় তার এই এগিয়ে আসাকে অনেকেই বাঁকা চোখে দেখেন বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন, এসব করে আমার কী লাভ? আমি কি নির্বাচন করব? এসব কী জনপ্রিয়তা অর্জনের জন্য করছি? এ ধরনের নানা প্রশ্নের মুখে আমার একটাই জবাব, আমি কোনো নির্বাচন করছি না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যানসি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ