বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজদিখানে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ-১ আসন প্রার্থী শাহ মোয়াজ্জেমের নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। আজ মঙ্গলবার ২৫ ডিসেম্বর বিকেলে উপজেলার বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ ধীরনের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় শাহ মোয়াজ্জেম সংবাদ সম্মেলনে বলেন, কোথায় লেবেল প্লেইং ফিল্ড। গত ৮ ডিসেম্বরে উপজেলার কুচিয়ামোড়ায় আমার ও আমার নেতা কর্মীদের উপর অতর্কিত হামলা করে । আমি থানায় গিয়ে অভিযোগ করতে চাইলে আমার অভিযোগ না নিয়ে একদিন পর উল্টো পুলিশ বাদি হয়ে ৪০১ জনের নেতা কর্মীর নামে মিথ্যা মামলা করে। ঘটনা স্থলে পুলিশ না থেকেও পুলিশ আহত হয় কি করে? গত সোমবার ২৪ ডিসেম্বর উপজেলার বড় পাউলদিয়া এলাকায় দুপুর ২ টায় ৩০/৩৫ জন লোক মটর সাইকেলে এসে আমার উপর আবার হামলা করে। মারুক, কাটুক, গুলি করুক আমি নির্বাচন থেকে পিছু হবো না। বাঁচানোর মালিক আল্লাহ। এই নির্বাচন একটি আন্দোলন হিসাবে নিয়েছি। এই নির্বাচন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন। আমাদের কোন পোস্টার টানাতে দেয় না। পুলিশ যাকে পায় তাকে গ্রেপ্তার করে। প্রচারণা চালাতে দেয় না এটা কোন লেভেল প্লেইং ফিল্ড? শুধু মানুষকে ভোটের অধিকার দিলে ৯০% ভোট আমাদের। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ইসির উদ্দেশ্যে গানের ছন্দে টেনে বলেন শাহ মোয়াজ্জেম তোমরা এসে যাও দেখিয়া কেমন লেবেল প্লেইং ফিল্ড আছে, এবং আমার নেতা কর্মীদের কোন পোস্টার লাগাতে দেয়না ও লাগানো পোস্টার ছিরে ফেলা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, ইছাপুরা ইউনিয়ন সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।