Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ৬:০২ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মোটর সাইকেল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আরামনগর বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল হারুন, দপ্তর সম্পাদক প্রভাষক খাইরুল আলম শ্যামল, বেলজিয়াম বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল্লাহ শহিদ ভিপি, যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম তালুকদার চয়ন, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া প্রমুখ।
জানা গেছে, সোমবার সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারে আওয়ামী লীগের এমপি প্রার্থী ডা. মুরাদ হাসানের নির্বাচনী পথসভাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগে সংঘর্ষ হয়। এ সময় উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগসহ অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১০টি মোটর সাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাটি আওয়ামী লীগের পূর্বপরিকল্পিত বলে বিএনপি নেতাকর্মীরা মানববন্ধনে উল্লেখ করে প্রশাসনের কাছে বিচার দাবি করেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ