Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড় ১ ও ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর জয়লাভ করার সম্ভাবনা

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ৪:০০ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, পঞ্চগড় ১ আসন হতে বিএনপির প্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমির জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ও পঞ্চগড় ২ আসনে বিএনপির প্রার্থী মো: ফরহাদ হোসেন আজাদ জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। কেননা বিএনপির নিজস্ব ভোট, জামাতের ভোট, এবং ছোট কম পন্থির দলগুলির ভোট বিএনপি পাবে। তরুণদের ভোট একা কোন দল পাবেনা। সব দল হতে ক্রম ভিত্তিক তরুণদের ভোট বৃদ্ধি পেয়েছে। তাই একক কোন দলের তরুণদের ভোট আশা করা বৃথা।

আওয়ামী লীগ, পঞ্চগড় জেলায় নৌকায় দুটি আসনে নৌকার প্রতীক নিয়ে ১ আসনে মোজাহারুল হক প্রধান , ও ২ আসনে এডভোকেট নরুল ইসলাম সুজন প্রতিদ্বন্দ্বীতা করছে। উন্নয়নের ধারাবাহিক কথা বজায় রাখার জন্য তারা নৌকায় ভোট প্রার্থনা করছে ও বিদ্যুৎ খাতে উন্নয়ন, দুর্নীতি দমনে উন্নয়ন, রাস্তা ঘাটের উন্নয়ন, জঙ্গি দমনের ব্যাপক সফলতার কথা ভোটারদের মাঝে তুলে ধরেছেন। এতে ভোটারদের মাঝে উৎসাহ দেখা যাচ্ছে।

পঞ্চগড় শহরে মোবাইল মেকার সামিউল, মোটর সাইকেল মেকার দুলাল, ফটোস্টুডিও আলতাফ, ফল ব্যবসায়ী আনিছুর, বাস ড্রাইভার আজিজার, বাস হেলপার বেলাল, হোটেল ব্যবসায়ী অনিছুর ,ভ্যান ও সাইকেল মেকার আকিমুল, ভ্যান চালক মঙ্গলু, কাচ ব্যবসায়ী লিটন, খেত মজুর ওয়াজেদ, হোটেল হেলপার রাব্বি, কাঠঁ ও আসবাব পএ ব্যবসায়ী আবুবকর সহ স্থানের অনেকে জানান। বিগত ১৪ সালের ভোটগুলি আমাদের কোথায় গেল ? কে হরণ করল আমাদের ভোট? বিগত ৫ বছর ভোটে ক্ষমতায় কারা অধিষ্ঠিত ছিল? শেখ হাসিনার উন্নয়নের বাণী শুধু মাত্র গদির জন্য উন্নয়ন করেছে, আমাদের জন্য কিছুই করেনি। বর্তমানে যে নির্বাচন দিয়েছেন তাও ঘোড়ার লাগাম টেনে ধরার নির্বাচন। এই নির্বাচনকে নিরপেক্ষ বলা চলে না । রোহিঙ্গা সমস্যা নিয়ে আমাদের এই দেশকে কোনরূপ ভাবে সমস্যায় ফেলে দেওয়ার চক্রান্ত চলছে। তাই রহস্য জনক ভাবে আমাদের জনসংখ্যার শতকরা ২ ভাগ সংখ্যা লঘু হওয়ার পরও সরকারি পদ গুলি থেকে প্রায় অর্ধেক উচ্চপদে অধিষ্ঠিত করেছে । পেশী শক্তি ও পুলিশি শক্তি দিয়ে দেশ পরিচালনা করেছে। এখন নির্বাচনেও পেশী শক্তি ব্যবহার হচ্ছে। পরিলক্ষিত হচ্ছে এই যে,কৃষকদের উৎপাদিত ধানের দাম কম পাওয়ায় কৃষকেরা নৌকায় ভোট দিতে চাচ্ছেন না।
এ সরকার বিনা বিচারে এবং প্রশাসনের মাধ্যমে মানুষকে হত্যা ও গুম করেছে। নির্বাচনী মাঠে পেশী শক্তি ও পুলিশি শক্তি ব্যবহার করে লেবেল প্লেইং ফিল্ড তৈরীতে ব্যর্থ হয়েছে। পঞ্চগড় জেলা নির্বাচন অফিসার মোছাঃজাকিয়া সুলতানা জানান, পঞ্চগড় ১ ও ২ আসনে ৭ লক্ষ ১৩ হাজার ৬ শত ৪৮ জন ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ ৩ লক্ষ ৫৭ হাজার ২ শত ৬৫ জন ও মহিলা ভোটার ৩লক্ষ ৫৬ হাজার ৩ শত ৮৩ জন । পঞ্চগড়ের ১ ও ২ আসনে ২ শত ৮৬ টি কেন্দ্র রয়েছে ও ১হাজার ৩ শত ৮৭ টি কক্ষ রয়েছে। আসন্ন ৩০ শে ডিসেম্বর ভোট গ্রহণ করার কাজ সম্পন্ন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ