Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় পৌঁছেছে ইভিএম সরঞ্জাম

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ৩:৪৮ পিএম

আসন্ন সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সরঞ্জাম খুলনায় এসে পৌঁছেছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ইভিএম সরঞ্জাম খুলনা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ট্রেজারি শাখায় জমা রাখা হয়েছে।

এর আগে সোমবার রাতে নির্বাচন কমিশন থেকে তিনটি কাভার্ড ভ্যানে ইভিএম সরঞ্জাম পাঠানো হয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে ইভিএম সরঞ্জাম গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
ইভিএম সরঞ্জামের মধ্যে রয়েছে- এক হাজার ৪৪০টি কন্ট্রোল ইউনিট, এক হাজার ৪৪০টি ব্যাটারি, এক হাজার ৪৪০টি ব্যালট ইউনিট, এক হাজার ৪৪০টি ল্যাপটপ মনিটর এবং ৮৭৭টি থার্মাল পেপার।
জেলা প্রশাসনের সহকারী নাজির শেখ মো. নাজমুল হুদা ও উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‘নির্বাচন কমিশন থেকে প্রেরিত খুলনা-২ আসনের ১৫৭টি কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ইভিএম মেশিন বুঝে নেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী এসব সরঞ্জাম নির্বাচনের আগের দিন কেন্দ্রে পাঠানো হবে।’
উল্লেখ্য, খুলনা-২ আসনে ১৫৭টি ভোট কেন্দ্রের ৬৫৩টি কক্ষে চলবে ইভিএম ভোটিং সিস্টেম। এ আসনে ইভিএম’র আওতাভুক্ত ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৮৩ জন। সব ভোটারকেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ