বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ প্রবীণ বিএনপি নেতা অধ্যাপক শাহজাহান মিঞার পক্ষে শিবগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডে দিনরাত বিরামহীনভাবে ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেয়ার জন্য আহবান জানান। এছাড়াও পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। পথসভায়- এ নির্বাচন ভোটারদের ভোটের অধিকার রক্ষা করার নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। আর গণতন্ত্রের প্রতীক ধানের শীষ, তাই আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে শাহজাহান মিঞাকে ভোট দিয়ে আপনাদের এ প্রিয় নেতার প্রতি ভালবাসার জবাব দিবেন এবং আপনাদের অধিকার ফিরিয়ে আনবেন। মঙ্গলবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডে পথসভায় এসব কথা বলেন দলীয় নেতাকর্মীরা। অপরদিকে একই সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও নারী নেত্রী সায়েমা খাতুন দলীয় কর্মীদের সাথে নিয়ে উপজেলার বিনোদপুর ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পরে বিনোদপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় যোগ দেন ধানের শীষ প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা। তিনিও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।