Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজারো নেতাকর্মী নিয়ে নবী উল্লাহর ব্যাপক প্রচারণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ২:২৪ পিএম

হাজারো নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা-৫ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা নবী উল্লাহ নবী। মঙ্গলবার সকালে ডেমরার বামৈল ব্রিজ থেকে এই প্রচারণা শুরু হয়।
এতদিন ‘ধানের শীষ’ প্রতীকের এই প্রার্থী প্রচারণা চালিয়ে আসলেও তাতে নেতাকর্মীদের তেমন উপস্থিতি চোখে পড়ত না। বিএনপি প্রার্থীর দাবি ছিল- পুলিশের ধরপাকড়ের কারণে নেতাকর্মীরা ভয়ে মিছিলে আসছে না।
এদিন সকাল ১০টায় ডেমরা সড়কের বামৈল ব্রিজ থেকে প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই ওই স্থানে নেতাকর্মীরা ভিড় জমাতে থাকেন। একইসাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান নেন।
সকাল সাড়ে ১০টার দিকে আসেন নবী উল্লাহ নবী। এরপর বিশাল মিছিল নিয়ে সামনে এগোতে থাকেন তিনি। মিছিলের শেষ ভাগে যেতে থাকেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এগোতে এগোতে বিভিন্ন স্থানে অপেক্ষমাণ আরও ছোট ছোট মিছিল শামিল হতে থাকে।
মিছিলটি বামৈল বালুর মাঠ এলাকায় এলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবী উল্লাহ। তিনি বলেন, দেখতে পাচ্ছেন, আজকে হাজার হাজার লোকের মিছিল। মিছিল বিশাল আবার ধারণ করেছে। বুঝতে হবে এই আসন বিএনপির একটি ঘাঁটি। কাজেই যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি শতভাগ নিশ্চিত, আমিই জিতব।
নবী উল্লাহ নবী নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ, ভোটারদের কাছে ভোট ও দোয়া চাওয়ার মাধ্যমে গণসংযোগ চালান। সারুলিয়া গিয়ে শেষ হয় তার প্রচারণা।
যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার আংশিক নিয়ে ঢাকা-৫ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৭২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৫৯২ এবং নারী ভোটার ২ লাখ ১৯ হাজার ১৩৩ জন।
আগামী ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ