Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার নির্বাচনের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিয়েছে কোটালীপাড়া জনসভায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ২:০৪ পিএম

কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি এ্যাডঃ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন- শেখ হাসিনার নির্বাচনের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিয়েছে। সোমবার বিকেলে উপজেলার কলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত কালিগঞ্জ বাজার মাঠে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চারুচন্দ্র গাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এ্যাডঃ রাশেদা আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ রুহুল আমিন, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সুভাষ চন্দ্র জয়ধর, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুল হক, ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক এস,এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারন সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুমদার, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, প্রচার সম্পাদক মতিয়ার রহমান হাজরা, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, কমল সেন, কবিরুল ইসলাম রুমি, সিরাজ সরদার, টুটুল শেখ, নারায়ন চন্দ্র দাম, সুমন হোসেন বাচ্চু, চেয়ারম্যান মাইকেল ওঝা, এ্যাডঃ বিজন কান্তি বিশ্বাস, এসএম ই¯্রাফিল, বাবুল হাজরা, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রাফেজা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মি রানী সরকার, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, মাজহারুল আলম পান্না, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ হাজরা, কলাবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রভাষক চয়ন হালদার সহ সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন, পরে শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট চেয়ে গান পরিবেশন করেন শিল্পী চেয়ারম্যান মাইকেল ওঝা ও মুক্তা মনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ