বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি থেকে জেলা বিএনপির সহ সভাপতিসহ ৩জন বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গণসংযোগে যাওয়ার পথে ঢাকা-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ব্যারিকেড দিয়ে কোতয়ালি পুলিশ তিন নেতাকে নামিয়ে নেয়। আটককৃতরা হলেন জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সভাপতি নুর উন নবী ও যুবদলের ফতেপুর ইউনিয়নের সভাপতি কামাল হোসেন বাবু।
এ ঘটনার পরপরই প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের জানান, প্রতিনিয়ত আমার গণসংযোগে হামলার ঘটনা ঘটছে। আজ সকালে পুলিশ প্রোটকলে গণসংযোগের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। পাঁচবাড়িয়া নামক স্থানে পৌছালে ট্রাক ও বাস দিয়ে আমার গাড়িটি ব্যারিকেড দেয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই আমার গাড়ি থেকে প্রচার সঙ্গীদের নামিয়ে নেয় পুলিশ।
ঐক্যফ্রন্টের নেতা প্রার্থী অনিন্দ্য ইসলাম বলেন, এসব ঘটনার পরও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য লড়ছি, লড়ে যাবো ইনশাল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।