Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শরীয়তপুরের ডিসিকে হুমকি দিয়ে চিঠি

শরীয়তপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০০ পিএম

শরীয়তপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী আবু তাহেরকে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে এ চিঠি পাঠানো হয় জেলা প্রশাসককে। গতকাল সোমবার জেলা প্রশাসকের হাতে ওই চিঠিটি পৌঁছায়।

চিঠিতে সরাসরি জেলা প্রশাসক আবু তাহেরকে হুমকি দেওয়া হয়। বলা হয়, জেলা প্রশাসক আওয়ামী লীগ নেতার মতো কাজ করছেন। তবে ‘টার্গেট’ আওয়ামী লীগ নন, ‘টার্গেট’ তিনি (জেলা প্রশাসক)। একই সঙ্গে পরিবার-পরিজনদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়। পাশাপাশি জেলা প্রশাসকের সম্পত্তির ওপর হামলার হুমকিও দেওয়া হয়।

জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ‘আমি এসব হুমকিতে ভীত নই। প্রশাসনের মনোবল ভেঙে দেওয়ার জন্য কোনো কৌশল হতে পারে। চিঠির একটি কপি পুলিশকে দেওয়া হয়েছে। তারা বিষয়টি তদন্ত করবে।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ‘জেলা প্রশাসককে চিঠি দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিসিকে হুমকি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ