Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাঁচবিবি সীমান্তে অজ্ঞাত লাশ

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গতকাল সোমবার সকালে ভারত সীমান্ত ঘেষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দইলের জিরো পয়েন্ট এলাকায় অজ্ঞাত এক হিন্দু ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, সকালে নান্দাইল সীমান্তের ২৭৮ মেইন পিলারের ৩৫ সাব পিলার এলাকায় লোকজন মাঠে কাজ করতে গেলে একটি লাশ দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়িয়া ক্যাম্পে জানায়। এলাকাবাসী ও বিজিবি সদস্যরা লাশের ঘাড়ে ও কপালে ক্ষত চিহ্ন দেখতে পায় এবং পরনে গেঞ্জি ও লুঙ্গি রয়েছে। কড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুস সালাম জানান, লাশটি হিন্দু ব্যক্তির। ভারতী না বাংলাদেশি তা সনাত্মক করার জন্য সকাল ১০টায় পত্নীতলা ১০ ব্যাটালিয়ন বিজিবির অপস অফিসার রবিউল ইসলাম রবি ও ভারতের মথুরাপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর মুখেশ কুমারের নেতৃত্বে ফ্লাগ মিটিং বসে। মিটিংয়ে লাশটি তাদের দেশীয় না বলে দাবি করলে পাঁচবিবি থানা পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্তে অজ্ঞাত লাশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ