Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামেয়া সুন্নিয়া মাদরাসার শতভাগ সাফল্য

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মাদরাসা বোর্ডের অধীনে ইবতেদায়ী ৫ম সমাপনী ও জেডিসি পরীক্ষায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার এবারও পাসের হার শতভাগ। ইবতেদায়ীতে ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ‘এ+’ প্লাস ২৭ জন,‘এ’ ৫৩ জন,‘এ-’ মাইনাস ৫১ জন, বি গ্রেড-২১ জন, সি গ্রেড- ৪ জন ও ডি গ্রেড-১ জন উত্তীর্ণ হয়েছে। জেডিসিতে ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ‘এ’ প্লাস ১৪ জন, ‘এ’ ১৪১ জন,‘এ’ মাইনাস ৪০ জন, বি গ্রেড-১০ জন। ধারাবাহিক সাফল্যে প্রিন্সিপাল আল্লামা মুফতী সৈয়্যদ মোহাম্মদ অছিয়র রহমান আলক্বাদেরী মহান আল্লাহর শোকরিয়া এবং পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এদিকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। জেডিসিতে ৯০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৮ জন জিপিএ-৫ অর্জন করে। ইবতেদায়ীতে ৯৪ জনের মধ্যে ৪০ জন জিপিএ-৫ পায়। মাদরাসার প্রিন্সিপাল ড. মোহাম্মদ সাইফুল আলম ফলাফলে সন্তোষ প্রকাশ করে মহান আল্লাহর শোকরিয়া আদায় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ