বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকায় মেয়ে জামাইয়ের ধারালো অস্ত্রের কোপে জরিনা বেগম (৪০) নামে এক শাশুড়ি নিহত হয়েছেন। গতকাল সকালে মিরপুর ১২ নম্বর সেকশনের বারণটেক দয়ালের মোড় এলাকায় এ ঘটনায় ঘটে। এ সময় মাকে ফেরাতে গিয়ে ঘাতকের স্ত্রী লাকি আক্তারও আহত হন। নিহতের স্বজনরা বলেন, কথাকাটির জেরে স্ত্রী ও শাশুড়িকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় শাহিন। মাদকাশক্তির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
নিহতের স্বজন অনিক বলেন, বারণটেক দয়ালের মোড় এলাকার সানাউল্লাহর বাড়ির নিচতলায় তিন মাসের শিশু সন্তানকে নিয়ে ভাড়া থাকেন শাহিন ও তার স্ত্রী লাকি আক্তার। তাদের পাশের একটি বাসায় ভাড়া থাকেন শাশুড়ি জরিনা বেগম। গতকাল সকাল ৯টার দিকে জরিনা বেগম মেয়ে লাকির বাসায় আসেন। এ সময় কোনো কারণে শাহিন ও জরিনা বেগমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহিন ধারালো অস্ত্র দিয়ে শাশুড়ি জরিনাকে এলোপাতারি কোপাতে থাকে। এ সময় স্ত্রী লাকি বাধা দিতে গেলে তাকেও মাথায় আঘাত করে পালিয়ে যায় শাহিন। পরে জরিনা বেগমকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত লাকি আক্তার ঢাকা মেড্যিাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য জরিনার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই শাহিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করছি। তিনি বলেন, শাহিন মাদকাসক্ত ছিলো বলে জানা গেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতিা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।