Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাস্যরাত্মক গল্পের দীর্ঘ ধারাবাহিক নাটক লাকি থার্টিন

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক লাকি থার্টিন। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আনিসুর রহমান মিলন, অহনা, সাজু খাদেম, সিদ্দিকুর রহমান, শর্মিলা আহমেদ, খালেদা আক্তার কল্পনা, ফারজানা ছবি, ফারুক আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, মৌসুমী নাগ, নাজিরা মৌ, হোমায়রা হিমু, এ্যানি খান, তানিয়া বৃাষ্টি, আমীন আজাদ, সোহেল খান, সফিক খান দিলু, মিলি বাসার, আনন্দ, নাছির উদ্দিন মাসুদসহ আরো অনেকে। এটি প্রচার হচ্ছে রবি, সোম ও মঙ্গলবার রাত ১০ টায়। তাজপুর গ্রামের মোহাব্বত হাওলাদার-এর বিশাল পরিবার। যার মূলে রয়েছে তার একডজন বিয়ে। সত্তুর বৎসর বয়সী মোহাব্বত হাওলাদারের স্ত্রীদের মধ্যে এখনও তিনজন তার সাথে আছেন। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা সংসার। বাকীদের কেউ কেউ মারা গেছেন কেউ তাকে ছেড়ে চলে গেছেন। সর্বশেষ বিয়ে করেছিলেন পনের বছর আগে। ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে। এমনকি নাতি নাতনিদের মধ্যেও অনেকের বিয়ের বয়স হয়ে গেছে। সবার ধারণা হয়েছিল বিয়ে রোগ মনে হয় সেরে গেছে তার। কিন্তু তখনই তিনি হঠাৎ একদিন আরেকটা বিয়ে করেন। পাত্রী পাশের গ্রামের অপরূপ সুন্দরী অষ্টাদশী লাকি বেগম। যেহেতু এটা তার তের নাম্বার বিয়ে সবাই তাকে ডাকতে শুরু করে লাকি থার্টিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাকি থার্টিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ