রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মঞ্জুয়ারা খাতুন (২৩) নামে দুই সন্তানের এক জননীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে। মঞ্জুয়ারা খাতুন ওই গ্রামের মফিজুল গাজীর স্ত্রী। মঞ্জুয়ারা খাতুনের চাচা জাহিদুল ইসলাম জানান, বছর পাঁচেক আগে মফিজুল ইসলামের সাথে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে অভাব অনটন লেগে ছিল। তারপরও মফিজুল ইসলাম নিয়মিত জুয়া খেলতো। এতে সংসারে অশান্তি লেগে ছিল। এ ঘটনায় স্থানীয় মেম্বরের উপস্থিতিতে কয়েকবার শালিসও হয়েছে। তবে সম্প্রতি খুলনার ডুমুরিয়া উপজেলায় কাজ করতে গিয়ে এক মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে মফিজুল। এতে সংসারের অশান্তি আরো বেড়ে যায়। পরকীয়ার প্রতিবাদ করায় তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে মঞ্জুয়ারা খাতুনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর এলাকায় আত্মহত্যা প্রচার দেয় মফিজুল ইসলাম। তিনি আরো জানান, আমরা খবর পেয়ে যেয়ে দেখি মঞ্জুয়ারার লাশ খাটে শুয়ানো। আর মঞ্জুয়ারা যে ঘরে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার দেওয়া হচ্ছে। সে ঘরে সে ধরনের সুযোগও ছিল না। তিনি জানান, এ ঘটনায় আশাশুনি থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান জানান, মঞ্জুয়ারা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।