বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষায় এবারে পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩০৩ জন শিক্ষার্থী।
আজ সোমবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান। এ সময় তিনি জানান, এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার মোট ৩ হাজার ২৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৫৫ হাজার ৭৩২ জন শিক্ষার্থী ২৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ২ লাখ ২ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩০৩ জন শিক্ষার্থী। এবারে এইে বোর্ডে ১১টি প্রতিষ্ঠান থেকে কেউই পাশ করতে পারেনি আর শতভাগ শিক্ষার্থী পাশ করেছে ৩০২টি প্রতিষ্ঠান থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।