Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট থেকে বিরত রাখতে বিরোধীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে -অধ্যাপক আবু সাইয়িদ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ৩:২০ পিএম

পাবনার (সাঁথিয়া বেড়া আংশিক) আসনের গণফোরামের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ গত রবিবার দুপুরে বেড়া থানা পাড়াস্থ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কি না সে সন্দেহ এখনই দেখা দিয়েছে। ভোট থেকে বিরত রাখতে নেতা-কর্মী সমর্থকদের নানাভাবে হুমকী , ভয়-ভীতি দেওয়া হচ্ছে। তবে এটা ঠিক জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের ভরসা এক বিজিবি, পুলিশ এবং সর্বশেষ সেনা বাহিনী। এখন পর্যন্ত অবৈধ অস্ত্র কেন তোলা হলো না তিনি সেই প্রশ্ন ছুঁড়ে বলেন, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তিনি ১২ বার হামলা ও প্রতিরোধের শিকার হয়েছেন। তাঁর নির্বাচনী প্রতিপক্ষ আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুর আত্মীয়- স্বজন এবং তার নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণকারী এমন ১৮ জনকে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এখন পর্যন্ত একটাও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি। এসব বিষয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি তার উপর হামলার সাথে জড়িত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো পুলিশ তাঁর সমর্থকদের বাড়িতে হানা দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ