বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ নির্বাচনে অভিবাসী কর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি সিইসি। ডিজিটাল বাংলাদেশে নির্বাচন কমিশনের এমন ব্যর্থতা মেনে নেয়া যায় না।
নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে আসন্ন নির্বাচনে সারা বিশ্বে অবস্থানকারী প্রায় ৮০ লাখ ভোটার নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। গত বছরের তুলনায় চলতি বছর জনশক্তি রফতানি ২৭% কমেছে। এবার ২ লাখ ৭১ হাজার ২৩ জন কর্মী বিদেশে কম গেছে। চলতি বছর ২০ দশমিক ২০ শতাংশ নারী গৃহকর্মী বিদেশে কম গেছে। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০১৮ সাফল্য ও চ্যালেঞ্জ শীর্ষক সংবাদ সম্মেলনে রামরু’র প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী একথা বলেন।
এতে আরো উপস্থিত ছিলেন রামরু’র চেয়ার ড. স্বাধীন মালিক রামরু’র প্রোগ্রাম পরিচালক মরিনা সুলতানা ও রাবেয়া। সংবাদ সম্মেলনে ড. স্বাধীন মালিক বলেন, সউদী আরব নারী গৃহকর্মীকে একটি ভোগের পণ্য হিসেবে দেখছে। দেশটিতে নারী গৃহকর্মী পাঠানো খুবই ঝুঁকিপূর্ণ।
সংবাদ সম্মেলনে জনশক্তি রফতানির বিভিন্ন দিক তুলে ধরে অভিবাসীদের শুধু লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে এসডিজির সুফল ভোগে তাদের পরিবারকে অংশীদার করার দাবী জানানো হয়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।