রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রাম-১২ পটিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামের উপজেলার ধলঘাট ক্যাম্পের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত ২২ ডিসেম্বর রাত প্রায় সাড়ে ১২টার দিকে এ নির্বাচনী অফিস ভাঙচুর করে বলে স্থানীয় বিএনপি নেতারা জানায়। গত ২২ ডিসেম্বর দুপুরে এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন করার পর রাতেই নির্বাচনী কার্যালয়টি ভেঙ্গে দেয়া হয়। স্থানীয় কতিপয় বিএনপি নেতা জানান রাত সাড়ে ১২টার দিকে আ.লীগের ৪/৫ জন নেতাকর্মী মোটর সাইকেল যোগে এসে লাঠিসোটা দিয়ে অফিসটি ভেঙ্গে দেয়। এব্যাপারে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক জানান উপজেলার সর্বত্র তার অফিস ভাঙচুরের মহোৎসব চলছে। তার নেতাকর্মী গ্রেপ্তার ছাড়াও তার ধানের শীষ প্রতীকের পোষ্টার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। যা সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ নেই। অফিস ভাঙচুরের প্রতিবাদে গতকাল (রবিবার) এক প্রতিবাদ সভা ধলঘাট ক্যাম্পে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ধলঘাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি এ.কে.এম. জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আহমদ আলী চৌধুরী, নুরুল ইসলাম করিম, সোলায়মান বাদল, শাহ্ আলম চৌধুরী, নাজিম উদ্দীন, শফিউল সাজ্জাদ প্রমুখ। তারা এঘটনার তীব্র নিন্দা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।