Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে ওয়াকার্স পাটির কর্মি সভা

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের ১৪ দলের প্রার্থী আ.লীগ মনোনিত সাবেক সিনিয়র সচিব মোঃ মনজুর হোসেন বুলবুলকে বিজয়ী করতে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির উপজেলা শাখার কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় মধুবন পাটি কার্যালয়ে উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা, কৃষক সমিতির উপজেলা সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ওয়ার্কার্স পাটির জেলা কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট শ্রমিক নেতা ফরিদপুর চিনিকলের সাবেক শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আ.হাই বাশি মিয়াসহ প্রমুখ।
বক্তাগণ বলেন ১৪ দলের মহাজোট সরকার বাংলাদেশে যে অভুত উন্নয়ন সাধিত করেছে। গণতন্ত্র ও জাতীয় বিকাশে অগ্রগতি সাধন করেছে তার ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা মার্কার প্রার্থী সাবেক সিনিয়র সচিব মোঃ মনজুর হোসেন বুলবুলকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সভায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। উপজেলা ব্যাপি ওয়ার্কার্স পাটির পক্ষ থেকে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত পথসভা,উঠান বৈঠক ও সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ