রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা-১ আসনের নৌকা প্রতীকের আ.লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সহকারি সচিব এড. সাইফুজ্জামান শিখর বলেছেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিতে হবে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার ভাবনহাটি বাজারে এক জনসভায় ভোটারদের উদ্দেশ্যে একথা বলেন। দিনব্যাপী নির্বাচনী প্রচারনায় তার নির্বাচনী এলাকার হাসপাতাল পাড়া, কলেজপাড়া, ভায়না এলাকায় বিভিন্ন স্থানে পথসভা ও বাড়ি বাড়ি যেয়ে তিনি ভোট চান। এ সময় তার সাথে ছিলেন মাগুরা জেলা আ.লীগের সহ- সভাপতি মুন্সী রেজাউল হক, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু. জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, অধ্যাপক কামরুজ্জামান চাঁদ। সাইফুজ্জামান শিখর বলেন, দেশব্যাপী নৌকার গন জোয়ার সৃষ্টি হয়েছে। মাগুরায় গত ১০ বছরে মেডিকেল কলেজ, আইসিটি পার্ক, আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম রেল লাইনসহ যে অবকাঠামোর উন্নয়ন হয়েছে যা দেখে মাগুরার মানুষ বর্তমান সরকারকে আবার ক্ষমতায় রাখতে জোটবদ্ধ হয়েছে।যার ফলে নৌকার পক্ষে গনজোয়ারের সৃষ্টি হয়েছে। মাগুরার মানুষ জেলার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ৩০ ডিসেম্বর তারা তাদের মুল্যবান ভোট নৌকার পক্ষে দিয়ে বুঝিয়ে দেবে তারা আর দেশে অশান্তি দেখতে চায়না উন্নয়ন চায়। সাইফুজ্জামান শিখর প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন ভাবে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি আগামীতে মাগুরার ৫০ হাজার বেকার যুবককে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।