Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মন্ত্রীর হাড্ডাহাড্ডি লড়াই

মাগুরা-২ আসন

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ১:১৮ এএম, ২৪ ডিসেম্বর, ২০১৮

মাগুরা জেলার মহম্মাদপুর উপজেলার আটটি শালিখা উপজেলার সাতটি ও মাগুরা সদা উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে মাগুরা-২ সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৪ হাজার ৯২৪। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৮ হাজার ৪৭৫ নারী এক লাখ ৬৬ হাজার ১৭১। ভোটকেন্দ্র রয়েছে ১৩৩টি। গত ২০০৮ সালের নির্বাচনে মাত্র পাঁচ হাজার ৪৬৪ ভোটের ব্যবধানে নিতাই রায় চৌধুরী পরাজিত হন। এ সময় দলে চরম দ্বণ্দ্বের মধ্যে তাকে নির্বাচন করতে হয়েছিল। চলতি নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী, নৌকা প্রতীক নিয়ে বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তফা কামাল হাতপাখা নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এ আসনে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে মরিয়া আসনটি দখল করতে। অপর দিকে, আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীরেন শিকদার আসনটি ধরে রাখতে মরিয়া হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিরাম নেই প্রার্থীদের। রাত-দিন সমান তালে কাজ করে যাচ্ছেন। যদি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এ আসনে। নির্বাচনকে ঘিরে এ আসনে দীর্র্ঘ দিনের দ্বিধাদ্ব›দ্ব অবসান করে বিএনপির নেতাকর্মীরা একাট্টা হয়ে তাদের প্রার্থীর জয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। অপর দিকে বীরেন শিকদারের অনুসারীরা বসে নেই। এ আসনে তেমন উল্লেখযোগ্য সহিংসতার ঘটনা না ঘটলের মামলা হামলা অফিস ভাঙচুরের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। নিতাই রায় চৌধুরী এ আসনে বিদেশি পর্যবেক্ষকদেও পর্যবেক্ষণ কামনা করেছেন। অপর দিকে বীরেন শিকদার এলাকার নির্বাচনী পরিবেশ ভালো আছে বলে দাবি করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, শালিখা উপজেলা চেয়ারম্যান মোজাফফার হোসেন টুকু ও সাবেক এমপি কাজী কামালের অনুসারীরা দীর্ঘ দিন ধরে নিতাই রায় চৌধুরীর বিরোধিতা করে আসছিল তারা সবাই এক হয়ে নির্বাচনে নেমেছে। যা নিতাই রায় চৌধুরীর অনুক‚লে যাবে। এ আসনে লড়াই হবে ধানের শীষের সাথে নৌকার প্রার্থীর। অপর দিকে আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া মন্ত্রী অ্যাড. বীরেন শিকদারের সমর্থনে বিবেধ দ্বন্দ্বে ভুলে দলের নেতাকর্মীরা সমান তালে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ