বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শত প্রতিকূলতার মধ্যেও নির্বাচনের মাঠ ছেড়ে যাবো না বলে মন্তব্য করেছেন, রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক। গতকাল রোববার সকালে রাজশাহী নগরীর সিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ধানের শীষে জোয়ার উঠেছে। মানুষ ধানের শীষে ভোট দিতে চায়। এতো কিছুর পরেও ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কি ? সংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আমিনুল হক বলেন, মানুষ ভোট কেন্দ্রে যাবে। আর সুষ্ঠু ভাবে ভোট গণনা হলে বিএনপি বিপুল ভোটে জিতবে।
এসময় রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিলন বলেন, ৩০ ডিসেম্বর শত প্রতিকূলতার মধ্যে মানুষ ভোট দিতে যাবে। নেতা কর্মীদের উদ্দেশ্যে মিলন বলেন, আপনার ভোট দেবেন। শেষ পর্যন্ত ভোট পাহারা দেবেন। শেষে ভোট গণনা করে নিবেন। সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।