বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সিলেট আসছেন সোমবার (২৪ ডিসেম্বর)। তিনি অন্তত তিনটি জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে সিলেটে । ড. কামালের সিলেট সফরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর গণফোরামের সভাপতি অ্যাডভোকেট আনসার খান।
জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন ড. কামাল হোসেন। তাঁর সাথে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারাও থাকবেন।
বিমানবন্দর থেকে গাড়িযোগে সিলেট-২ আসনের অন্তর্ভূক্ত ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাবেন ড. কামাল হোসেন। সেখানে সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খানের সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ড. কামাল। দুপুরের পর সিলেট-২ আসনভুক্ত বিশ্বনাথ উপজেলায় মোকাব্বির খানের সমর্থনে আরেকটি জনসভায় বক্তব্য দেবেন তিনি। সিলেট মহানগর গণফোরামের সভাপতি অ্যাডভোকেট আনসার খান জানান, সোমবার সন্ধ্যার দিকে সিলেট-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে একটি সভায় বক্তব্য রাখার কথা ড. কামালের। এরপর রাত ৮টার ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।