Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপা পুনরুদ্ধারে চোখ মধ্যাঞ্চলের

বিসিএল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম


আরেকটি শিরোপার জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিসিএলের দুইবারের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন। আজ থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট লিগের সপ্তম আসরে শিরোপা থেকে একটি জয় দূরে মধ্যাঞ্চল। পাঁচ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। শেষ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দুই দলের শেষ ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপর ম্যাচে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও বিসিবি নর্থ জোন।
২১.৮৭ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থাকলেও বাকি তিন দল খুব পিছিয়ে নেই মধ্যাঞ্চলের চাইতে। দুইয়ে থাকা দক্ষিণাঞ্চলের সংগ্রহ ২০.৬৩। ১৭.৮৯ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চল আছে তিনে এবং .২১ ভগ্নাংশ পয়েন্টে পিছিয়ে তলানীর দল উত্তরাঞ্চল। পয়েন্ট টেবিল অনুযায়ী চার দলেরই সুযোগ আছে শিরোপা জয়ের। তাইতো শেষ রাউন্ডের ম্যাচটি হতে যাচ্ছে তুমুল উত্তেজনাপূর্ণ। তবে শীর্ষে থাকা মধ্যাঞ্চল শেষ রাউন্ডে জিতে গেলে অপর ম্যাচের ফলাফল কোনো কাজে আসবে না।
সেলক্ষ্যেই আজে মাঠে নামছে তারা। জয় দিয়েই শিরোপার উৎসব করতে চায় ওয়ালটন। দলের ম্যানেজার মিলটন আহমেদ শিরোপা জয়ে আত্মবিশ্বাসী, ‘আমরা টপ অব দ্য টেবিলে রয়েছি। যদিও পয়েন্টের ব্যবধান খুব বেশি নেই তবুও পাঁচ রাউন্ডে আমরাই শীর্ষে ছিলাম। এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। দলটা বেশ ভালো অবস্থায় রয়েছে। শেষ রাউন্ডে ছেলেরা ভালো খেলতে মুখিয়ে। যদি শেষটা ভালো করি আমরাই শিরোপা জিতব।’
বিসিএলের প্রথম এবং চতুর্থ আসরে শিরোপা জিতেছিল ওয়ালটন। দুই আসর পর এবার শিরোপা পুনরুদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ দলটি। রোববার দুপুরে সিলেটে পা রেখে সরাসরি স্টেডিয়ামে ঢুকে ওয়ালটন শিবির। দুপুর আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত কঠোর অনুশীলন করে ক্রিকেটাররা। শেষ রাউন্ডে অংশ নিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-টোয়েন্টি খেলা পেসার আবু হায়দার রনি।
ষষ্ঠ রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের স্কোয়াড: মোসাদ্দেক হোসেন সৈকত, তাইবুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মার্শাল আইয়ুব, আরাফাত সানী, আব্দুল মজিদ, শহীদুল ইসলাম, জাবিদ হোসেন, সাইফ হাসান, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত, পিনাক ঘোষ, রবিউল হক, মোহাম্মদ শরীফউল্লাহ ও তাসকিন আহমেদ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ