বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, বিএনপি মাঠে নেই,পোষ্টার ও ব্যানারে নেই। তারা তলে তলে কি করছে এ নিয়ে আমরা শংকিত। জনসমর্থন নেই বলেই দলটির প্রার্থীরা প্রচার-প্রচারনা ও মানুষের কাছে যেতে পারছেনা। তিনি রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে নৌকার পক্ষে গনসংযোগকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি একটি নালিশি দল, তাই তারা শুধু নালিশ নিয়ে ব্যস্ত, বিএনপি এখন নালিশি দল হিসেবে মাঠে রয়েছে। গত ১০ বছর সারা দেশে যে উন্নয়ন হয়েছে, তা কোন সরকারের আমলে হয়নি। ভূলক্রুটি ক্ষমা করে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান তিনি। আগামীতে ক্ষমতায় আসলে চন্দ্রগঞ্জ থানাকে উপজেলায় উন্নত করার ঘোষনা দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর-৩ আসনের আওয়ামীলীগের প্রার্থী একেএম শাহজাহান কামাল,জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরীসহ আওয়ামীলীগ.যুবলীগ ওছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।