Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের ওপর হামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ৬:৫৪ পিএম

নির্বাচনী প্রচারণার সময় চট্টগ্রাম-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের ওপর হামলা হয়েছে। রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমার উপর এবং আমার গাড়ি বহরের উপর হামলা হয়েছে। আমার সঙ্গে থাকা চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মাথায় গুরুতর আহত হয়েছে। এছাড়া আমার ড্রাইভার ও আমিও হালকা আহত হয়েছি। তিনি বলেন, লক্ষ্যবস্তু ছিলাম আমি। পাথর ও ইট আমাকে লক্ষ্য করে মারে কিন্তু মিস করে। সঙ্গীদেরকে লক্ষ্য করে যা মারা হয়, সেগুলো তাদেরকে হিট করে। আরও মারার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু রাজনৈতিক সহকর্মীগণ ত্বরিত গতিতে আমার গাড়িকে ঘিরে ফেলায় আমরা নিরাপত্তা পাই।

ইব্রাহিম জানান, হাটহাজারী উপজেলা ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শামীমের বড় ভাই মোহাম্মদ সেলিম এবং এই নির্বাচনে আমার রাজনৈতিক প্রতিপক্ষ লাঙ্গলের তথা মহাজোটের সমর্থক ছাত্র সংগঠনের শাহআলমের নেতৃত্বে একদল তরুণ এই আক্রমণ পরিচালনা করেন। এরজন্য আমার প্রতিপক্ষের প্রার্থীর আগ্রাসী মনোভাব এবং নির্বাচন ফলাফল ছিনতাইয়ের মনোভাবকে দায়ী করি।

ধানের শীষের এই প্রার্থী বলেন, নির্বাচন আসবে যাবে, মুক্তিযুদ্ধের রনাঙ্গনের বীর প্রতীক প্রতি বছর আসবেনা। সর্ব অবস্থায় আমি শান্তি চাই এবার কোন প্রতিহিংসা পরায়ণ কর্ম যেন কোথাও না হয়, সেই আহবান জোরালো ভাবে রাখছি। হাটহাজারীর জনগণ, বিগত কয়েক মাস যাবত, বিশেষত বিগত দশ বারো দিন যাবত যেই হামলা, নিপীড়ন এবং প্রতিবন্ধকতার স্বীকার হচ্ছে তা হাটহাজারীর জনগণ ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে যথাযথভাবে জবাব দিবেন ইনশাআল্লাহ।



 

Show all comments
  • abed ২৩ ডিসেম্বর, ২০১৮, ১০:১৯ পিএম says : 0
    ভেবেছিলাম নির্বাচন নিয়ে আর কোনো কথা বলবো না । হয়তো বাংলা জাতি হিসাবে আমি খারাপ। আমি আমার নিজের অধিকার/প্রাপ্যতা জানি না। আমি আমার ক্ষমতা জানি না । নির্বাচনে যখন বাজে লোক নির্বাচিত হয়ে আসবে তখন বাজে জিনিস ঘটলে বলবো আমার কি ক্ষমতা আমি কি করতে পারি । প্রায় পত্রিকায় দেখি কেও চুরি করেছে আর মালিক তাকে ধরে পিঠাচ্ছে বা মেরেও ফেলছে। কারণ কি সে চুরি করেছে মানুষের টাকা । অথচ গত কয়েক বছরে সাড়ে বাইশ হাজার কোটি টাকা লোপাট হলো আমার টাকা আমি কিছু বললাম না । কারণ আমার ক্ষমতা নেই। আমি ফার্মগেট থেকে গুলিস্তান যাবো কয়েক ঘন্টা জামে বাসে থাকবো কিছু বলবো না কারণ আমার ক্ষমতা নেই। বাজারে যাবো শত শত টাকা দিয়ে গুঁড়া মাছ কিনবো কিছু বলবো না কারণ আমার ক্ষমতা নেই। রাস্তায় শত শত মানুষের সামনে কাওকে মেরে ফেলবে আমি কিছু বলবো না কিছু বলবো না কারণ আমার ক্ষমতা নেই। কিছু বৈধ ভাবে কাজ করবো ঘুষের জন্য করতে পারবো না কিছু বলবো না কারণ আমার ক্ষমতা নেই ঘুষ দিয়ে কাজ করিয়ে নিবো । আমি কিভাবে বৈধ ভাবে উপার্জন করবো তা পারবো না কিন্তু ঘন্টায় দশ টাকা বিনিয়োগ করলে এক শত টাকা আসবে সেখানে টাকা বিনিয়োগ করবো। রাস্তায় বাস পাবো না বাঁদরের মতো ঝুলে যাবো গাড়ির চালক কাওকে মেরে ফেলবে কিছু বলবো না আমার ক্ষমতা নেই। আসলে কি আমার কিছু করার নেই। আসলে কি আমার ক্ষমতা নেই। আসলে কি আমার কিছু করার নেই। হে কোনো কোনো সময় হয়তো নেই । কিন্তু কিছু সময় ক্ষমতা আমার হাতে। আজকাল প্রায় পত্রিকার দেখি নির্বাচনী প্রচারণা । আগে দেখতে অন্তত প্রার্থী হেটে মানুষের কাতারে এসে ভোট চাইতো আজকাল দেখি এতটাই ডিজিটাল যে গাড়িতে ছাদে বাসে ভোট চাওয়া বা পাওয়া যায় । কিছু লোকে যে এলাকার না তারা হয়েছে প্রাথী তো তারা কিভাবে এলাকার উন্নতি করবে । আমি দেখছি যারা সত্যি দেশটাকে স্বাধীন করেছে তারা মূল্যেহীন তারা কোনো ভোট পাবে না । আমি বুঝি লীগ বা দল আমি বুঝি না কে খারাপ ।আমি বিনপি বা আওয়ামী কে বিজয়ী করবো তারপর বলবো আমার ক্ষমতা নেই। আসলে কি আমার কিছু করার নেই। আমরা কি জাগ্রত হতে পারি না পারি না ভালো মানুষকে ভোট দিতে কেন আমাদের আওয়ামী বা বিনপি কে ভোট দেয়া লাগবে। আমার ক্ষমতা এখন আমার হাতে আমি জানি কে আমার উন্নতি করবে আমি জানি আমার ক্ষমতা আমি এবার আমার ক্ষমতা খাটাব । আমাদের ক্ষমতা আছে জনগণ হিসাবে আমার ক্ষমতা আছে বুজলাম রাজনীতি নেতাদের প্রচারণা শুনে। যেভাবে তারা নায়ক নায়িকা খেলোয়াড় দিয়ে পসরা চালাচ্ছে তাতে মানে হচ্ছে আমারো ক্ষমতা আছে । আমি বিনপি আওয়ামী বুঝি না আমি জানি কে ভালো অন্যেদের তুলনায় । আমি আমার ভোট দিবো ভালো মানুষকে তাদের না যারা ক্ষমতায় ছিল এবং কিছুই করে নাই । আমি এখনো আশাবাদী আমার তরুণ সমাজকে নিয়ে তারাই পারে আরেকটা পরিবর্তন আরেকটা নতুন বাংলাদেশ গড়তে । জনগণ এটাই আমাদের সুজুগ দয়া করে সুযোগ টা ভালো মতো প্রয়োগ করেন নতুবা আমাদের আরো অনেক বছর অপেক্ষা করা লাগবে
    Total Reply(0) Reply
  • Md Ahmed ২৩ ডিসেম্বর, ২০১৮, ১১:২৫ পিএম says : 0
    Amora bangali Ondo amora deke diki na amora opodarto,, Amora Osikkito Amader maje Kuno bicharbuddi nay, Amader monobik mullobud agami 50 Dongsher maje takbe Hasinar nirjato aj nomrud ke sari a gase
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ