Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পাটকেলঘাটা থানার ওসির প্রত্যাহার দাবি সাতক্ষীরা ১ আসনের ইউনাইটেড কমিউনিষ্ট লীগ প্রার্থী

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ৫:০৩ পিএম

সাতক্ষীরা-১ আসনের ইউনাইটেড কমিউনিষ্ট লীগ প্রার্থী আজিজুর রহমান পাটকেলঘাটা থানার ওসির প্রত্যাহার দাবি করেছেন। তিনি অভিযোগ করে বলেন ওসি রেজাউল ইসলাম ক্ষমতাসীন দলের ভাষায় কথা বলছেন।
রোববার (২৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কাছে দেওয়া অভিযোগে আজিজুর রহমান উল্লেখ করেন যে গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় ফুলবাড়ি বাজারে তার এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী আজিজুর রহমান বক্তব্য দিচ্ছিলেন । এ সময় আওয়ামী লীগ সমর্থক বেশ কয়েকজন যুবক এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ও মাইক্রোফোন কেড়ে নেয়। এর আগে গত ১৪ ডিসেম্বর একইভাবে তার সমাবেশে বাঁধা দেওয়া হয়। তিনি বলেন এসব বিষয় জানিয়ে তিনি নিরাপত্তা দাবি করেছিলেন । কিন্তু পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম উল্টো তার লোকজনকে শাসিয়ে বলেছেন আওয়ামী লীগ ছাড়া আর কেউ প্রচারে নামতে পারবে না। তিনি তাদের গ্রেফতারের হুমকিও দিয়েছেন।
কাস্তে প্রতীকের প্রার্থী আজিজুর রহমান বলেন, ওসি রেজাউল ইসলাম পাটকেলঘাটা থানার দায়িত্বে থাকলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। ‘তাই আমি তার প্রত্যাহার দাবি করছি’ বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ